২ জন বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী বড়াইগ্রামে পৌর ও ইউপি নির্বাচনে ৪৩ পদে ১৬৬ জনের মনোনয়ন পত্র দাখিল


মো. আব্দুস সালাম, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ৪৩ পদে ১৬৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারমধ্যে ২ জন বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল বৃহষ্পতিবার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
৭ নভেম্বর তফসিল ঘোষণার পর ইতোপূর্বেও অনেক প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ১ ডিসেম্বর বৃহষ্পতিবার পর্যন্ত বনপাড়া পৌরসভা নির্বাচনে ১৭ পদে ৪৪ জন এবং জোয়াড়ী ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ পদে ১২২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তারমধ্যে বনপাড়া পৌরসভায় মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন, জোয়াড়ী ইউনিয়ন পরিষদে চেয়রম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন এবং মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়রম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা যায়।
বনপাড়া পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেএম জাকির হোসেন ও অপর প্রার্থী মোঃ জাকির হোসেন সরকার। ২নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী হন মোছা. শরিফুন্নেছা শিরিন।
জোয়াড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আ'লীগের প্রার্থী চাঁদ মোহাম্মদ, অপর প্রার্থীরা মোঃ ইউসুফ আনোয়ার, আবু হেনা মোস্তফা কামাল,আলী আকবর ও আব্দুল কাদের।
মাঝগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আ'লীগের প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল, অপর প্রার্থীরা মো. খোকন মোল্লা, এস.এম খালেক পাটোয়ারী, জাহিদ আলম মন্ডল, আব্দুল আলীম, মো. সোলায়মান আলী। সাধারণ ওয়ার্ড সদস্য পদে বিনা প্রতিদ্বদ্বীতায় বিজয়ী হন মো. দেলোয়ার হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভা ও ইউনিয়ন দুইটির মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ২৯ ডিসেম্বর।

Comments